| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল স্কুলে গানের শিক্ষক ও ট্রানজেন্ডার কোটা অবিলম্বে বাতিল করতে হবে : মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী


স্কুলে গানের শিক্ষক ও ট্রানজেন্ডার কোটা অবিলম্বে বাতিল করতে হবে : মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী


রহমত নিউজ     06 September, 2025     10:45 AM    


দেশের গণমানুষের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কোনো পশ্চিমা এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী।

তিনি বলেন, অবিলম্বে সরকারি প্রাইমারি স্কুলে গানের শিক্ষক এবং ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগের কোটা বাতিল করতে হবে। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দেশব্যাপী রচনা “প্রতিযোগিতা-২০২৪” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলন।

মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার পতিত স্বৈরাচার ও তার সহযোগীদের বিচার, রাষ্ট্রীয় সংস্কার ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার মতো জরুরি কাজগুলো বাদ দিয়ে পশ্চিমা ভাবধারায় দেশের সংস্কৃতিতে গান, বাদ্য এবং ট্রান্সজেন্ডার নামক অবৈধ বিষয়গুলোকে স্বাভাবিক করার চেষ্টা করছে।

এ সময় তিনি অবিলম্বে সারা দেশে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক ও ট্রান্সজেন্ডার কোটা বাতিল করার দাবি জানান। একই সঙ্গে, তিনি জনগণের দীর্ঘদিনের দাবি মেনে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা রচনা প্রতিযোগিতার মতো সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে ছাত্র সমাজকে মেধাবী, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার উপরও গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় এবং কেন্দ্রীয় সভাপতি হাফেজ জাকির বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক ও ঢাকা মহানগর আমীর মাওলানা মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জীসহ খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও  ঢাকা মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।